মাহবুবুল হক শাকিলের বইয়ের মোড়ক উন্মোচন কাল
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের একমাত্র গল্পের বই ‘ফেরা না-ফেরার গল্প’-এর মোড়ক উন্মোচন করা হবে আগামীকাল শুক্রবার।
বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শাকিলের গল্প নিয়ে কথা বলবেন কথাশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও মইনুল আহসান সাবের।
অনুষ্ঠানে লেখকের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘কবি শাকিলের ভাষা কাজে লেগেছে গল্পকার শাকিলের। আমার বিশ্বাস, মাত্র ছটি গল্পই শাকিলকে প্রতিষ্ঠা দেবে।’
“মাহবুবুল হক শাকিলের গল্পে মূর্ত হয়ে উঠেছে চারপাশের বাস্তবতা, বন্ধুত্ব, দেশপ্রেম, জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা, শেকড়চ্যুত মানুষের একাকিত্ব ও যন্ত্রণা ইত্যাদি। এইসব গল্প ঠাঁই পেয়েছে তাঁর একমাত্র গল্পগ্রন্থ ‘ফেরা না-ফেরার গল্প’-তে।”
এর আগে মাহবুবুল হক শাকিলের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো ‘খেরোখাতার পাতা থেকে’, ‘মন খারাপের গাড়ি’ ও ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’।
‘ফেরা না-ফেরার গল্প’ গ্রন্থটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির দাম ১৫০ টাকা।