রোলস রয়েস ডন কনভার্টিবল
বিলাসবহুল গাড়ি দেখলেই বোঝা যায়। অন্যান্য গাড়ি থেকে এসব গাড়ি দেখতে যেমন আলাদা, তেমনি আছে এর ব্র্যান্ড ভ্যালু। তেমনই বিলা বহুল গাড়ির ব্র্যান্ড ‘রোলস রয়েস’। গাড়ি নির্মাতা ব্রিটিশ এই প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে তাদের নতুন গাড়ি রোলস রয়েস ডন কনভার্টিবল। এ খবর জানিয়েছে কার ডাইজেস্ট।
এ বছরের ফ্রাংকফুর্ট মোটর শোতে প্রথমবারের মতো প্রদর্শন করা হবে গাড়িটি। জার্মানির ফ্রাংকফুর্টে ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০১৫ ফ্রাংকফুর্ট মোটর শো।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িটির ছাদ বানানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। চাইলে ছাদ ভাঁজ করে পেছনে রেখে দেওয়া যাবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাত্র ২০ সেকেন্ডের মধ্যে গাড়িটির ছাদ খুলবে এবং বন্ধ হবে।
গাড়িটিতে চালকসহ মোট চারজনের বসার ব্যবস্থা রয়েছে। গাড়িটির ইন্টেরিয়র সাজানো হয়েছে কাঠের প্যানেল এবং চামড়া দিয়ে মুড়ে দেওয়া হয়েছে সিট এবং প্যানেল। রয়েছে ফোর জোন অটোমেটিক কন্ট্রোল, একটি বেসপোক প্রিমিয়াম অডিও সিস্টেম। ১৬টি আলাদা স্পিকারের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই অডিও সিস্টেম।
মাত্র ৪.৯ সেকেন্ডে গাড়িটি ঘণ্টায় ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার।