এক টাকায় ঈদের সেমাই পেল ৭০০ পরিবার
মাত্র এক টাকা। এই মূল্যে চকলেট ও এমন ছোট কিছু পণ্য মেলে। এর বাইরে কিছু চিন্তা করা অসম্ভব! সেই এক টাকায় সেমাই পেয়েছে ৭০০ পরিবার। গতকাল বুধবার (১৯ এপ্রিল) স্বেচ্ছাসেবী সংগঠন কাণ্ডারি ও জেসিআইয়ের উদ্যোগে যশোরের রেল স্টেশন এলাকায় এই সেমাই বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে ওরিয়েন্ট বেকারি।
দুই বছর আগে এক টাকার সেমাই কার্যক্রম শুরু করে কাণ্ডারি। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে নামমাত্র মূল্যে সেমাই দেওয়া হয়। আর সেমাই বিক্রির টাকা দিয়ে চাঁদরাতে গরিব শিশুদের মধ্যে পোশাক বিতরণ করা হবে।
কাণ্ডারির প্রধান আফসারা আলভী বলেন, ‘খুব স্বল্প পরিসরে দুই বছর আগে আমরা এই প্রজেক্ট শুরু করি। প্রথমবার আমরা ৫০০ জনকে সেমাই দিয়েছিলাম। এতে অনেক সাড়া পাই। এরপর থেকেই আমরা প্রজেক্টটি প্রতি বছর করছি।’
কাণ্ডারির আঞ্চলিক ম্যানেজার শোভন বলেন, ‘গতকাল যশোরে দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। রোজা ও তীব্র দাবদাহের মধ্যেও আমরা সেমাই দিয়েছি। মানুষের আনন্দ এই গরমের মধ্যে আমাদের দিয়েছিল তৃপ্তি। এইবার আমাদের পাশে ছিল জেসিআই যশোর।’
শোভন আরও বলেন, ‘যেহেতু একটা বড় অংকের মানুষকে আমরা সেমাই দিয়ে থাকি, তাই কাজ টা অরগানাইজভাবে করার জন্য আমরা প্রথমে টোকেন বিতরণ করি। টোকেনের মাধ্যমে আমরা সেমাইটা দিয়ে থাকি। এই ইভেন্ট থেকে যে অর্থ আসে ওটার সঙ্গে আমরা আরও কিছু ফান্ড যোগ করে, চাঁদ রাতে ছিন্নমূল বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনে বিতরণ করে থাকি।’