কিছু রাজনীতিকের প্রত্যাশা, দেশ শ্রীলঙ্কার মতো হোক : নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনীতিক কখনই বাংলাদেশের মঙ্গল চান না। তাঁরা চান—বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হোক। এ জন্য তাঁরা অপপ্রচার চালাচ্ছেন।
আজ শনিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের কঠিন অবস্থায় শ্রীলঙ্কার ব্যবস্থাপনায় ভুল ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক ব্যবস্থাপনায় দেশ পরিচালনা করছেন। তাই শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশের হওয়ার কোনো আশঙ্কা নেই। এই কঠিন অবস্থাতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী মাসেই পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে।’
রামপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রমাকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোহসীন আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার প্রমুখ।