কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ছবি : এনটিভি
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে কুমিল্লা টাউন হল মাঠে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুরে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল টাউন হল মাঠ। মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী।
গত বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই স্রোত নামে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবকটি উপজেলা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।
এদিকে সমাবেশকে ঘিরে আইশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি
২৯ মে ২০২৩