গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিতে আন্দোলনে বারুদ সৃষ্টি হচ্ছে : ইশরাক

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিতে আন্দোলনে বারুদ সৃষ্টি হচ্ছে : ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘সরকার আমাদের নেতাকর্মীদের একের পর মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে মনে করছে বিএনপির চলমান আন্দোলন স্তব্ধ করে দিবে। কিন্তু না, গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী মুক্তি পাওয়ায় আন্দোলনে বারুদ সৃষ্টি হচ্ছে। খাঁটি স্বর্ণে রূপান্তরিত হচ্ছে। এ সরকার যত বেশি অত্যাচার করবে, অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনের বারুদে তত সন্নিকটে এ সরকারের পতন ঘটবে।’

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) তার গোপীবাগ বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্রদলের সিনিয়র যুগ্ম রাকিবুল ইসলাম রাকিব এবং ওয়ারী থানা বিএনপি  ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাব্বির আহমেদ আরিফ, ৩৮ নং ওয়ার্ল্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. রিমনসহ ওয়ারী থানা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইশরাক হোসেন বলেন, ‘বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটতরাজ শুধু দেশেই মানুষই জানে না, বহিঃবিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। সরকার আজ দিকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।’

বিএনপির এই তরুণ নেতা বলেন, ‘কারামুক্ত নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে আন্দোলনে সংগ্রামে প্রস্তুত আছে। মামলা হামলা জেল জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো দিয়ে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে। এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে।’

Author: 
নিজস্ব সংবাদদাতা
News type: 
Web
Publish date: 
Monday, February 6, 2023 - 12:45
URL category: 
বাংলাদেশ
News category: 
বাংলাদেশ
শীর্ষ সংবাদ
রাজনীতি
District news: 
ঢাকা

Storyline tag:

Breadcrumb category: 
রাজনীতি