চুয়াডাঙ্গায় জাল টাকাসহ প্রস্তুতকারী চক্রের ২ সদস্য আটক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে জাল টাকা প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৬ একটি দল। গতকাল রোববার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার পোড়াপাড়া গ্রামের সাজ্জাদ আলম ও খুলনা জেলার চাঁদপুর গ্রামের জাকারিয়া মামুন।
আজ সোমবার দুপুরে ব়্যাব-৬ মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বজলুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে ঝিনাইদহ ব়্যাব ক্যাম্পের সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মডার্ন স্টুডিও অ্যান্ড স্টেশনারি দোকানে অভিযান চালান। এ সময় ব়্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৬০টি ৫০০ টাকার জাল নোট, ৬৫টি ১০০০ টাকার নোটসহ একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, দুটি মোবাইল সেট এবং একটি মানিব্যাগ জব্দ করেন। এ সময় জাল টাকা প্রস্তুতকারী, মজুদ এবং ক্রয়-বিক্রয় সংঘবদ্ধ চক্রের মূল হোতা জাকারিয়া মামুন ও সাজ্জাদ আলমকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় বাদী হয়ে মামলা করেছে র্যাব।