চুয়াডাঙ্গায় ট্রাক-করিমন সংঘর্ষে বাবা-ছেলে নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পুলিশ বক্সের কাছে ট্রাক ও করিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত এবং এক করিমনযাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দামুড়হুদার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের করিমনচালক আসানুর রহমান (৩৫) ও তাঁর ছেলে আজম আলী (১১)। আহত হয়েছে আজমের বন্ধু জীবন রহমান (১১)।
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ডুগডুগি বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ থেকে সিমেন্ট নিয়ে করিমনে করে দর্শনায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।