চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসের তিন দালালকে তিন দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে তিন দালালকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় অবস্থিত বিআরটিএ অফিসে এ অভিযান চালায় দুদক।
দুদকের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী।
দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার মো. ইমরান (২৯), কেদারগঞ্জের উজ্জ্বল হোসেন (৩৩) এবং সাদেক আলী মল্লিকপাড়ার আশরাফুজ্জামান বকুল (৪৯) ।
কুষ্টিয়া দুর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের (দুদক) উপপরিচালক মো. জাকারিয়া হোসেন জানান, বিআরটিএ অফিসে গ্রাহকদের সেবা দিতে ঘুষ দাবি করা হয়। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় দুদক। এ সময় হাতেনাতে ওই অফিসের তিন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের সদর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সরকারি কর্মচারীদের রেকর্ডপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা জাকারিয়া হোসেন।