পিরোজপুরে করোনায় আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫
পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছে। নতুন করে ১৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ৪৫ জন।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন মঠবাড়িয়ার তুষখালী এলাকার শান্তি লতা (৭৫), কাউখালীর গৌরাঙ্গ মিস্ত্রি (৭০), ভাণ্ডারিয়ার তেলিখালী এলাকার আনসার হালদার (৭৫) ও নেছারাবাদ উপজেলার সুবোধ মিস্ত্রি (৭০)।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলাতে এ পর্যন্ত ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে চার হাজার ১৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৮ জন মারা গেছে এবং দুই হাজার ৫৭৬ জন সুস্থ হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী জানান, ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮০ শতাংশ। করোনা পজিটিভ হওয়াদের মধ্যে সদরে ৫৫, নাজিরপুরে ২৬, ভাণ্ডারিয়ায় ১৬, নেছারাবাদে দুই, কাউখালীতে ১৭, মঠবাড়িয়ায় ১৯ জন রয়েছে। জেলা হাসপাতালে করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে ৪৫ জন রোগী ভর্তি আছে এবং চারজন মারা গেছে।
এদিকে, সারা দেশের মতো পিরোজপুর জেলার সাত উপজেলাতেও আজ সকাল থেকে চলছে পঞ্চম দিনের কঠোর বিধিনিষেধ।
বিধিনিষেধ বাস্তবায়ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছে। বন্ধ রয়েছে সব দোকানপাট ও গণপরিবহণ।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। জেলার প্রত্যেক উপজেলায় একটি ও পিরোজপুর শহরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছেন। র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কঠোর বিধিনিষেধ যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২৪ ঘণ্টায় সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯টি মামলায় করে ২৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা চলমান রয়েছে।