বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত
বাগেরহাটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। আজ রোববার সকাল সাড়ে ৭টায় এ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এরপর ষাটগম্বুজ মসজিদে সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কোর বিশ্ব এতিহ্যের তালিকাভুক্ত এ মসজিদে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলার অন্য মসজিদেও মুসল্লিরা শন্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।