মাগুরায় কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
অ্যাসাইনমেন্ট জমা দেওয়াকে কেন্দ্র করে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাজিদ ভুইয়াকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
আজ বুধবার দুপুরে কলেজের ভেতর মানবিক বিভাগের বারান্দায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী সাজিদ বলেন, ‘কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। দুপুরের মানবিক বিভাগের সামনে যাই। বারান্দায় সহপাঠীদের সঙ্গে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ওই ছেলের সঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান তারেকের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের ১০-১২ জন হকিস্টিক, জিআইপাইপ ও লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা করে। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা আমাকে হাসপাতালে নিয়ে যায়।’
আহত শিক্ষার্থীর বাবা মুসা ভুইয়া অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারো সঙ্গে কোনোদিন মারামারি করে নাই। আর আজ বিনা কারণে ছাত্রলীগের ছেলেরা আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়েছে। আমি তাদের বিচার চাই। এ বিষয়ে মামলা করা হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, ‘আহত শিক্ষার্থীকে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি। তারেকের বিরুদ্ধে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তারেক মারামারির কথা শুনে ঘটনাস্থলে যান মারামারি থামাতে। তিনি নিজেও আহত হয়েছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, কলেজে মারামারির ঘটনায় আহত সাজিদের বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কলেজের অধ্যক্ষর ফোন পেয়ে পুলিশও পাঠিয়েছিলাম।’