রক্ত দেওয়ার কথা বলে শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, সহকর্মীদের কর্মবিরতি
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার অভ্যন্তরে এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।
আজ বুধবার সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর কারখানার ভেতরেই এই কর্মসূচি পালন করে ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানায়, কারখানার এক নারী শ্রমিকের সঙ্গে এ ঘটনা ঘটেছে। তিনি প্রায় ৮ থেকে ৯ দিন আগে কারখানায় যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সেই শ্রমিককে রক্ত দেওয়ার কথা বলে নিচে ডেকে আনা হয়। পরে ইনজেকশনের মাধ্যমে অজ্ঞান করে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হওয়ার গত দুই-তিন দিন ধরে কাজে আসেনি। আজ ওই শ্রমিক পরিবারের সঙ্গে কারখানায় বিষয়টি জানাতে এলে জ্ঞান হারিয়ে পড়ে যান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিষয়টি জেনে কারখানার কাজ বন্ধ করে দিয়ে কর্মবিরতি শুরু করে।
তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বিচার না করে উল্টো ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে।
কারখানাটির পরিচালক মোরশেদ কবির পলাশ বলেন, ‘আসলে ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিনা তা আমরা নিশ্চিত না। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। যদি এমন কিছু ঘটে থাকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এএস এম কামরুজ্জামান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। একইসঙ্গে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।