সীতাকুণ্ডে বিস্ফোরণ : জরুরি সেবায় রেড ক্রিসেন্ট
সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর বিস্ফোরণে আহত মানুষের জরুরি রক্তদান এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম ইউনিট।
রোববার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ক্ষেত্রে জরুরি রক্তের প্রয়োজনে ০১৭৮৮৫০৩৯৩৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও আহত, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পারিবারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করতে ০১৮১৫৩৩২৩১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত আছে সোসাইটির চট্টগ্রাম ইউনিটের ২০০ স্বেচ্ছাসেবক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ব্যবস্থাপনায় কাজ করছেন সোসাইটির স্বেচ্ছাসেবকেরা। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতালে শৃঙ্খলা রক্ষা ও রোগী পরিবহন কার্যক্রমও পরিচালনা করছে ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া ঘটনাস্থলে গুরুতর আহতদের সেবা দিতে সোসাইটির পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ টি এম আবদুল ওয়াহ্হাব জানিয়েছেন, ‘পুরো পরিস্থিতি মোকাবিলায় মাঠে আছে সোসাইটির ২০০ স্বেচ্ছাসেবক। প্রয়োজনে আমরা আরও স্বেচ্ছাসেবক মাঠে নামাব। ’
সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মানবিক সব ধরনের সহায়তায় সোসাইটির স্বেচ্ছাসেবকেরা নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে নিখোঁজ, আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন শুরু করেছে চট্টগ্রাম ইউনিটের স্বেচ্ছাসেবকেরা।’