হবিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৫১ পরিবার পানিবন্দি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের ৫১টি ভূমিহীন পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ওইসব পরিবারের লোকজনের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীন পরিবারদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নদীর তীর সংলগ্ন নিচু জায়গায় মাটি ভরাট না করেই ঘরগুলো নির্মাণ করায় অল্প পানিতেই ঘরগুলোতে জলমগ্ন হয়ে পড়ে। গত সপ্তাহ খানেক ধরে ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নারী-পুরুষ ও শিশুদের চলাফেরায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করার সময় স্থানীয় লোকজন মাটি ভরাটের কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
আশ্রয়ণে বসবাসকারী লোকজন জানান, পানি বৃদ্ধি পেলে ঘরগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসক ইশরাত জাহান জানিয়েছেন ঘরগুলো পানিতে তলিয়ে যায়নি। উঠানে পানি উঠেছে। প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।