ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
পিরোজপুর শহরের তিনটি বেসরকারি ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমাবার দুপুরে নির্বাহী হাকিম এস এম মুনিম লিঙ্কনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তিনটি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে র্যাবের আট সদস্য অংশ নেন।
র্যাব ৮-এর ডিএডি আমজাদ হোসেন জানান, দুপুরে শহরের সার্জিকেয়ার ক্লিনিক, আইডয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এবং নিউ সুন্দরবন ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্লিনিকে মেয়দোত্তীর্ণ ওষুধ রাখা, অপারেশন থিয়েটার (ওটি) অপরিষ্কার থাকাসহ বিভিন্ন কারণে প্রত্যেক ক্লিনিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান ডিএডি।