স্মৃতিসৌধ নেই, লেখাপড়ার খাতায় এখন ‘কিরণমালা’
পোশাকের পর ভারতীয় টিভি সিরিয়ালের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের খাতাতেও। পাঠ্যপুস্তকের সঙ্গে স্কুল-শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নায়িকাদের ছবিসংবলিত মলাটের খাতা। ময়মনসিংহের নান্দাইল ও কিশোরগঞ্জের ভৈরবের পর ‘পাখি’, ‘কিরণমালা’ সিরিয়ালের নায়িকাদের ছবিযুক্ত খাতা মিলল ফেনীর বাজারজুড়ে।
বিক্রেতারা বলছেন, এসব খাতা শিশুদের কাছে বিক্রি করাটা দৃষ্টিকটু হলেও এর চাহিদা ব্যাপক। তাই তাঁরা বিক্রি করছেন।
শিক্ষক ও অভিভাবকদের ধারণা, বিশেষত মায়েরা ভারতীয় সিরিয়ালের প্রতি আসক্ত হওয়ায় শিশু-শিক্ষার্থীরাদের ওপর এর প্রভাব পড়েছে।
শহরের বিভিন্ন বই-খাতার দোকান ঘুরে দেখা গেছে, একেকটি খাতা ২৫-৪০ টাকা দামে কিনছেন শিক্ষার্থীরা। বিক্রেতারা জানালেন, ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে তাঁরা এসব খাতা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে কয়েকজন শিক্ষক এনটিভি অনলাইনের কাছে আক্ষেপ করেন, এখনকার শিক্ষার্থীরা দেশের কবি-সাহিত্যিকদের চেনে না। এরা সিরিয়ালের অসুস্থ বিনোদনে অভ্যস্ত হয়ে হিংসা শিখছে। শিক্ষার্থীদের নৈতিকতার বিষয়টি না ভেবে খাতা প্রস্তুতকারীরা বিক্রি বাড়ানোর জন্য জেনেশুনেই সিরিয়ালের নায়িকাদের ছবি খাতার মলাটে ব্যবহার করছেন।
শিক্ষকদের অভিযোগ, এতদিন শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ, গ্রামবাংলা এবং কবি-সাহিত্যিকের ছবি দিয়ে করা প্রচ্ছদের খাতা ব্যবহার করতে দেখা গেছে। এখন শিক্ষা উপকরণেও পড়েছে ভারতীয় সিরিয়ালের প্রভাব।
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ এনটিভি অনলাইনকে বলেন, বিষয়টি তিনি দেখেছেন। তিনি নিজে শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রীদের এসব খাতা বিদ্যালয়ে না আনার নির্দেশ দেন। তিনি বলেন, এসব খাতা বিক্রি দোকানিদের বিকৃত মানসিকতার পরিচয়। এ ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করতে অভিভাবক ও দোকানিদের সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।
খাতাগুলোর মলাটে যেসব ছবি বেশি শোভা পাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ‘কিরণমালা’ খাতা। এর মলাটে স্টার জলসার ‘কিরণমালা’ সিরিয়ালটির প্রধান চরিত্রের অভিনেত্রীর বড় ছবি রয়েছে। পাশেই লেখা রয়েছে, ‘রূপকথার রাজকন্যা কিরণমালা কি পারবে অচিনপুরের সুখ ফিরিয়ে আনতে?’ মলাটের নিচের অংশে রাখা হয়েছে শিক্ষার্থী ও বিদ্যালয়ের নাম, শ্রেণি, শাখা, বিষয় এবং রোল নম্বর লেখার জায়গা। একইভাবে ‘পাখি’ খাতাতেও শোভা পাচ্ছে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালটির অভিনেতা-অভিনেত্রীদের ছবি। পাশে লেখা সিরিয়ালটির নাম।
বিক্রেতারা জানান, এক মাস আগে থেকে স্টার জলসার সিরিয়ালের খাতা বাজারে আসা শুরু হয়। এখন পর্যন্ত ‘কিরণমালা’ ও ‘পাখি’ খাতা বাজারে এসেছে। ঢাকার ব্যবসায়ীরা এসব খাতা সরবরাহ করছেন। এ খাতার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ অনেক।
‘কিরণমালা’ ও ‘পাখি’ খাতা ছাড়াও স্টার জলসার ‘ইষ্টিকুটুম’, ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘চোখের তারা তুই’, ‘জলনূপুর’, ‘তুমি আসবে বলে’, ‘বধূবরণ’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘মন নিয়ে কাছাকাছি’ সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের ছবিসম্বলিত খাতাও বাজারে আসার অপেক্ষায় রয়েছে বলেও জানান বিক্রেতারা।
‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ চরিত্রে অভিনয়কারীর পোশাকে (পাখি ড্রেস) আকৃষ্ট হয়ে কিনতে না পেরে বাংলাদেশে একাধিক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটে। পাশাপাশি সিরিয়াল দেখা নিয়ে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীদের মধ্যেও মারামারির ঘটনা ঘটে।
এ পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ আগস্ট বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে রিট করেন এক আইনজীবী।