রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে বিএনপির আন্দোলন : মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাষ্ট্রপতি কেমন নির্বাচন কমিশন গঠন করবেন তার ওপরই নির্ভর করছে তাঁর দলের আগামী দিনের আন্দোলন সংগ্রাম।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দেখতে চাই রাষ্ট্রপতি কী করেন। দেশ-বিদেশকে দেখাতে চাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার সমাধান চাই। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন যদি জনগণের প্রত্যাশা পূরণ না করে তাহলে বোঝা যাবে এই সরকার একই খেলায় রয়েছে। এমন হলে আমরা এই সরকারে বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব।’
মোশাররফ হোসেন আরো বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতি একা কিছু করতে পারবেন না।’ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার বিষয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি ।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ করা হলে দেশবাসী তা মেনে নেবে না। তিনি বলেন, ‘আবার কোনো বিতর্কিত বা সরকারের সুবিধাভোগী ব্যক্তিকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করলে জনগণ তা মেনে নেবে না।’ সরকার সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে দলীয় নির্বাচন কমিশন গঠন করলে বিএনপিও তা মানবে না বলে তিনি।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় আরো কয়েকটি ধাপ পেরিয়ে সর্বশেষে কী হয় জনগণ সেদিকে নজর রাখবে বলেও মন্তব্য করেন আলাল।