বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বরিশালের একটি আদালত। আজ বৃহস্পতিবার এ রায় দেন বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২০১০ সালের ফেব্রুয়ারি মাসে গৌরনদী উপজেলার কসবা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোস্তফা সরদার আদালতে উপস্থিত ছিলেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।
প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসেন গণমাধ্যমকে জানান, ২০১০ সালের শুরুতে একই গ্রামের লাল মিয়ার স্ত্রী ভুলু বেগমকে দ্বিতীয় বিয়ে করে তিন সন্তানের পিতা মোস্তফা সরদার। এ নিয়ে প্রথম স্ত্রী কহিনূর বেগমের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়।এ কারণে বিভিন্ন সময় প্রথম স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন মোস্তফা।
২০১০ সালের ১ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হন কহিনূর বেগম। ঘটনার তিনদিন পর ৪ ফেব্রুয়ারি মোস্তফা সরদারের বসত ঘর থেকে কহিনূরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই দিন পাঁচজনকে আসামি করে গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আসমত আলী সরদার। একই বছরের ৩১ মে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা।
সাতজনের স্বাক্ষ্য শেষে মোস্তফা সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দ্বিতীয় স্ত্রী ভুলু বেগম এবং তাঁর প্রথম স্বামী লাল মিয়াকে খালাস দেওয়া হয়েছে।