তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ৪ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ।
অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করেন দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ। তিনি এ মামলার প্রথম সাক্ষী। আজ তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ও তারেক রহমান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
এর মধ্যে এ মামলাসহ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় আজ খালেদা জিয়ার করা সময়ের আবেদন ও জামিন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলার অন্য দুই আসামি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধেও একই আদেশ জারি করেন আদালত। সে সঙ্গে তারেক রহমানকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া মামলার অপর দুই আসামি কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

অনলাইন ডেস্ক