সৌদি থেকে ফেরার পর দ্বন্দ্ব, ছোট ভাইকে খুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুর গ্রামে বড় ভাই আবদুল কাদেরের হাতে ছোট ভাই সুজন আলী (২৮) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে পরিবারের সবার সামনে ওই খুনের ঘটনা ঘটে।
নিহত সুজন আলী শাহাপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, কয়েক মাস আগে বড় ভাই আবদুল কাদেরের মাধ্যমে লোক ঠিক করে সাত লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান নিহত সুজন আলী। কিন্তু যে কাজের কথা বলে তাঁকে তাঁকে সৌদিতে পাঠানো হয়েছিল তাঁকে সে কাজ দেওয়া হয়নি। এজন্য এক মাসের মধ্যে সুজন দেশে ফিরে আসেন। এ নিয়ে গতকাল রাতে পরিবারের সবার সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আবদুল কাদের বাড়ির ধারালো দা দিয়ে সুজনকে কুপিয়ে জখম করেন। তাঁকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আওলিয়ার রহমার মৃত ঘোষণা করেন।
ওসি জানান, হত্যার পর রাত সাড়ে ১০টার দিকে বড় ভাই আবদুল কাদের থানায় এসে আত্মসমর্পণ করে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেন।
সদর হাসপাতালের চিকিৎসক আওলিয়ার রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি সুজন নামের এক ব্যক্তিকে নিয়ে আসেন জরুরি বিভাগে। আমি তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে। আমরা লাশ মর্গে রেখেছি। সকালে ময়নাতদন্তের পরে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’