বরিশালে অগ্নিকাণ্ড, আধাপাকা বসতঘর ভস্মীভূত
বরিশাল নগরীর হাটখোলা সংলগ্ন নিউ সদরঘাট রোড এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্বল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, নিউ সদরঘাট রোড এলাকার পুরাতন হকার্স মার্কেট সংলগ্ন আধাপাকা বসতঘরের দ্বিতীয় তলার বাসিন্দা মর্জিনা বেগমের বাসা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে একটি ঘর পুরোপুরি ভস্মীভূত এবং আশপাশের প্রায় চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এতে কমপক্ষে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্তের স্বজন জুয়েল খান জানিয়েছেন, ঘরের পাশ থেকে বয়ে চলা বৈদ্যুতিক মূল তার থেকে শর্টসার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে বিদ্যুৎবিভাগের রাজ্জাক মিয়া জানান, তাঁরা ওই এলাকায় বৈদ্যুতিক লাইনে আগে থেকেই কাজ করছিলেন তাই সেখানে অগ্নিকাণ্ডের সময় কোনো বিদ্যুৎ ছিল না।
তবে থানা পুলিশ বলছে যে বিদ্যুৎ লাইনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের পাশ থেকে গেছে। সেটি পাশে থাকা ‘এমইপি’ নামক একটি কারখানার জন্য মূল সংযোগ লাইন। যা নিয়ে ওই বসতঘরের মালিকের সাথে কারখানার লোকজনের বিরোধও রয়েছে। এ কারণে তাঁরা শর্টসার্কিটের দোহাই দিচ্ছেন। তবে ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে যে এটি চুলা থেকে ঘটেছে। এদিকে স্থানীয় বাসিন্দারাও বলেছে আগুন লাগার সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না।
প্রয়োজনে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হেলালুজ্জামান। এদিকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন তিনি।