পিরোজপুরে একাধিক মামলার আসামিকে হত্যা
পিরোজপুর সদর উপজেলায় একাধিক মামলার আসামি জামাল হোসেন হাওলাদারকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হুলারহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন জামাল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত জামালের নামে পিরোজপুরসহ বিভিন্ন থানায় চুরি ও খুনসহ সাতটি মামলা রয়েছে।
নিহত জামাল পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমতিলা ইউনিয়নের কুমরিমারা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে পুলিশ খবর পায়, হুলারহাটের কঁচা নদী থেকে ট্রলারে করে কেউ গরু চুরি করে নিয়ে যাচ্ছে। পরে খোঁজ নেওয়া শুরু করলে রাত ৩টার দিকে ওই এলাকার পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম খবর দেন, হুলারহাট বন্দর এলাকার খালে একটি ট্রলারে চারটি গরুসহ আহত অবস্থায় পড়ে আছেন জামাল। এমন সংবাদের ভিত্তিতে হুলারহাট বন্দর এলাকায় খালের একটি ট্রলারের ভেতর থেকে জামালকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ট্রলার ও ট্রলারে থাকা চারটি গরু জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, তিনি এ বিষয়টি সম্পর্কে জানেন না। তাঁকে এ বিষয়ে কোনো লিখিত তথ্য জানানো হয়নি। তাই তিনি কিছু বলতে চান না।
পিরোজপুর সদর থানার ওসি জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।