চুয়াডাঙ্গায় ফেনসিডিল রাখার দায়ে ১০ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় ২১৬ বোতল ফেনসিডিল রাখার অপরাধে মো. হানিফ (২৩) নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. হানিফ ওরফে রবিন ঢাকার যাত্রাবাড়ী থানার পশ্চিম মোমিনপাড়া আড়াবাড়ি বটতলার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুরে অ্যাম্বুলেন্স থেকে ২১৬ বোতল ফেনসিডিলসহ মো. হানিফকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে মো. হানিফকে আসামি করে একটি মামলা করেন। ২০১৫ সালের ২৩ নভেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হোসাইন মো. হানিফকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিকেলে আদালত এ রায় দেন।