বগুড়ায় হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিন্দা জানিয়েছে। আজ শুক্রবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এই নিন্দা জানান। বগুড়ায় গতকাল বৃহস্পতিবার বন্দুকধারীরা হামলা চালিয়ে একজনকে হত্যা করে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরো তিনজন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিয়া মসজিদে হামলায় উদ্বেগ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেন, ‘বাংলাদেশিদের প্রার্থনারত অবস্থায় শিয়া মসজিদে হামলায় আমি গভীরভাবে মর্মাহত এবং হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রশংসার কথা উল্লেখ করে মার্শিয়া বার্নিকাট বলেন, ‘এমন সহিংস সন্ত্রাসী ঘটনায় আমরা বাংলাদেশের পাশেই আছি।’
এক বিবৃতিতে শিয়া মসজিদে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, ‘বগুড়ায় প্রার্থনারতদের ওপর সহিংস হামলার ঘটনায় আমি হতভম্ব। ধর্মীয় প্রার্থনার সময় মানুষের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ বাংলাদেশে ‘সহিংস চরমপন্থীদের’ হামলার সর্বশেষ শিকার ও তাঁদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আরো বলেন, প্যারিস, মালি, বৈরুতসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায়, এমন হামলা থেকে কেউই নিরাপদ নয়। তাই সাম্প্রতিক হুমকি দূর ও সন্ত্রাসবাদের মূল উৎপাটন করতে হলে আন্তর্জাতিক ঐক্য প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক শিয়া মসজিদে তিন যুবক এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মোয়াজ্জেম হোসেন (৬০) নামে একজন নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হন।