ব্লগার হত্যা মামলার রায়ে সুবিচার নিশ্চিত হয়েছে
ব্লগার রাজিব হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ রায়ে সুবিচার নিশ্চিত হয়েছে। সরকার আইনের শাসনে বিশ্বাসী। এ রায়ের ফলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালেয় রাজিব হত্যার রায় ঘোষণার পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘রায় প্রকাশ হয়েছে বলে শুনেছি। তবে এখনো এর কপি হাতে পাইনি। রায়ের কপি হাতে পেলে তা আমরা বিশ্লেষণ করে দেখব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এ রায় পুনর্বিবেচনার জন্য সরকার রিভিউ আবেদন করবে কি করবে না।’
আদালত স্বাধীনভাবে রায় দিয়েছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই এ বিচার প্রক্রিয়া চলছে। কাজেই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা বা বিতর্ক সৃষ্টির সুযোগ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিল বিভাগ তাঁর সাজা কমিয়ে আজীবন কারাদণ্ডের আদেশ দেন। এতে আন্তর্জাতিক কোনো চাপ ছিল কি না? -এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে আন্তর্জাতিক কিংবা অন্য কোনো ধরনের চাপ নেই। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী এ বিচার হচ্ছে। তা ছাড়া সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মাথা নত করবে না। প্রর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীরই বিচার সম্পন্ন হবে।