২৬ জানুয়ারি রাত থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ডাক
১৫ দফা দাবিতে ২৬ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। যাত্রী ও পণ্যবাহী সব নৌযানের শ্রমিকরা এই কর্মসূচির আওতায় থাকবে।
ফেডারেশনের বরিশালের যুগ্ম সম্পাদক মাস্টার একিন আলী জানান, নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার টাকা, চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে তেল আনার কার্যক্রম বন্ধ, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তাদের দাবি না মানলে ২৬ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে দেশব্যাপী কর্মবিরতি শুরু করবেন তাঁরা।