সরকার বেশি দিন থাকলে দেশ হবে মহাগোরস্তান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, বর্তমান সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকলে দেশ মহাশ্মশান বা মহাগোরস্তানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ইয়ুথ ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় ওসমান ফারুক এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘এ দেশে এই বর্তমান সরকার আর বেশি দিন থাকলে বোধ করি এটি একটি মহাশ্মশান বা মহাগোরস্তানে পরিণত হবে। আমি আশা করি, এমন উত্তাল আন্দোলন আগামীতে আসছে, যে আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হবে। কিন্তু অত্যন্ত বজ্রকঠিন আন্দোলন হবে। যে আন্দোলনে আজকের এই সরকারের স্বৈরাচারী ধারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে বলে আমি আশা করি।’
ওসমান ফারুক বলেন, দেশে আজ গণতন্ত্র শৃঙ্খলিত, প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হচ্ছে মানবাধিকার। তিনি বলেন, এ সরকার বিরোধী মতকে সহ্য করতে পারে না বলেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা করে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ক্ষমতাসীন সরকার আর নির্বাচন কমিশন মিলে দেশে তামাশা করে যাচ্ছে বলে মন্তব্য করেন ওসমান ফারুক।