ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইটভর্তি একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী।
আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম শম্ভু চরণ হালদার। তাঁর বাড়ি খুলনায় বলে পুলিশ জানিয়েছে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, দুপুরে ধামরাইয়ের বেলীশ্বর প্রশিকা অফিস থেকে নান্নার এলাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন শম্ভু চরণ। পথে সুতিপাড়া বাসস্ট্যান্ডে সামনের দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শম্ভু চরণ নিহত হন।
ফিরোজ তালুকদার আরো বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ধামরাই হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।