আরো আট-দশ জঙ্গি নেতা শনাক্ত
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় চাকরিচ্যুত মেজর জিয়া, তামিম চৌধুরী ও মারজান ছাড়াও বিভিন্ন পর্যায়ের আট থেকে ১০ জন জঙ্গি নেতাকে শনাক্ত করা হয়েছে।
আজ রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে চারজন নব্য জেএমবির সদস্য ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মনিরুল ইসলাম আরো বলেন, গতকাল শনিবার নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় নিহত তিন জঙ্গির মধ্যে তামিম চৌধুরী ছিলেন নব্য জেএমবির একজন সক্রিয় নেতা। এই ধরনের অভিযানের মাধ্যমে নব্য জেএমবি সদস্যদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান মনিরুল ইসলাম। তিনি জানান, তামিমের পক্ষ হয়ে জঙ্গি মারজান নতুন সদস্যদের ব্রেনওয়াশ করতেন। কারণ হিসেবে জানানো হয়, মারজান অনেক মেধাবী। তিনি ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী।
গতকাল নিহত জঙ্গিদের সম্পর্কে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এই অভিযানে নিহত জঙ্গি ফজলে রাব্বির বাড়ি যশোরে। তিনি নিখোঁজের তালিকায় ছিলেন এবং অন্যজন রাজধানীর ধানমণ্ডি থেকে নিখোঁজ হয়েছিলেন।
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা থেকে প্রাপ্ত আলামত সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিকস জিনিস পরীক্ষা করা হচ্ছে। সেগুলো থেকে কোনো তথ্য বের করা করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।