সাতক্ষীরায় গ্রেপ্তার ৭৬ , সাজা ৩৭ জনের
সহিংসতা ও নাশকতা ছাড়াও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, জেলার আটটি থানার মধ্যে সাতক্ষীরা সদরে ১৭ , কলারোয়া ও দেবহাটায় ১৩ জন করে, তালায় ১০, আশাশুনিতে সাতজন, কালীগঞ্জ ও শ্যামনগরে ছয়জন করে এবং পাটকেলঘাটা থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৭৬ জনের মধ্যে ৩৭ জনকে এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক অন্যদের মধ্যে মাদক গ্রহণ, মাদক পাচার, চুরি, ছিনতাই, রাহাজানি, মেয়েদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অপরাধের আসামিও রয়েছে।