টাম্পাকোয় উদ্ধারকাজ চলছে সতর্কতার সঙ্গে
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় আজ পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ উদ্ধারকাজ তাঁদের চালাতে হচ্ছে খুবই সতর্কতার সঙ্গে।
আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে শক্তিশালী কেমিকেল রয়েছে। ফলে আগুনে পুরে যাওয়া ভবনটি অধিকতর ঝুঁকিপূর্ণ থাকায় সরাসরি অভ্যন্তরে যাওয়া যাচ্ছে না। একদিক থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। সতর্কতার সঙ্গে এ কাজ করতে হচ্ছে। ফলে উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি এখানে উদ্ধারকাজ চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা।
উদ্ধারকাজ সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক বলেন, আগুন প্রায় নিভে গেছে। এতে ভয়াবহতা হওয়ার সম্ভাবনা কম। ভেতরে কেমিক্যাল ছিল। ফলে এখনো দুর্ঘটনাস্থল প্রচুর উত্তপ্ত।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার ধানমণ্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাম্পাকোর শ্রমিক মনোয়ার হোসেন মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।
আজ বুধবার কারখানা এলাকায় গিয়ে কারখানার শ্রমিক-কর্মকর্তাদের স্বজনদের ভিড় দেখা গেছে। তাঁরা ছবি হাতে নিয়ে স্বজনদের খোঁজ করছেন। তাঁরা দুর্ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।