টাম্পাকোতে উদ্ধার অভিযানের সাত দিন, অপেক্ষায় স্বজনরা
টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় সপ্তম দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১০ নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ করছে তারা।
আজ শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের জঞ্জাল-ড্রাম ট্রাক দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশন উদ্ধারকাজে সহযোগিতা করছে।
এদিকে, নিখোঁজের স্বজনরা এখনো তাঁদের প্রিয়জনের লাশ কিংবা দেহাবশেষের অপেক্ষায় ভিড় করছেন ঘটনাস্থলের আশপাশে। তাঁদের একটা অপেক্ষা জীবিত না হলেও প্রিয় স্বজনের লাশ কিংবা কোনো চিহ্ন নিয়ে যেন তাঁরা বাড়ি ফিরতে পারেন।
গত ১০ সেপ্টেম্বর শনিবার সকালে বিসিক শিল্প এলাকায় সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধসে পড়ে। এতে একটি ভবন সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।