আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
নিহত ইব্রাহিম হোসেন সবুজ আজিজুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং কাহালু উপজেলার লাহাড়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
এসআই আরো জানান, ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী নিহতের খবর কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাভাড়াকে কেন্দ্র করে কলেজগেটে এক ছাত্রলীগকর্মী ও রিকশাচালকের সঙ্গে কথাকাটকাটি হয়। একপর্যায়ে স্থানীয় নূর হোসেনের লোকজন এসে ওই ছাত্রকে মারধর করে। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় ছুরিকাঘাতে সবুজসহ কয়েকজন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই শাহ আলম।
এ ঘটনায় কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ছাড়া যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।