মাদারীপুরে ডিসির সই জালিয়াতির ঘটনায় দুই কর্মচারী জেলে
মাদারীপুর জেলা প্রশাসকের সই জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় দুই কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুই আসামি দুর্নীতি দমন কমিশনের মামলায় হাজিরা দিতে গেলে মুখ্য বিচারিক হাকিমের আদালত তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এঁরা হলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আবু বাদশা মাতুব্বর ও মিজানুর রহমান। তাঁরা স্থানীয় সরকার শাখার অফিস সহকারী হিসেবে কাজ করেন।
মাদারীপুরের আদালত পরিদর্শক শাহজাহান মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে বলা হয়, অগ্রণী ব্যাংক মাদারীপুর শাখা থেকে মাদারীপুর জেলা প্রশাসকের সই জালিয়াতি করে চার লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহম্মদ গত ১৭ আগস্ট সদর থানায় একটি মামলা করেন।
মামলায় আসামি করা হয় আবু বাদশা মাতুব্বর ও মিজানুর রহমানকে। আজ তাঁরা আদালতে হাজিরা দিতে যান।