‘জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, ক্ষতিপূরণ চাই’
জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, ক্ষতিপূরণের দাবি জানিয়ে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহরে লেকের পাড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আসন্ন কপ-২২ মারাকেশ সম্মেলনে প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ, ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন উপকমিটির আহ্বায়ক রাজন মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে সনাকের জেলা সভাপতি খান মো. শহীদ, সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, সনাক সদস্য সাংবাদিক এম আর মুর্তজা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফজলুল হক, সোস্যাল মবিলাইজেশন টাস্কের (সমতা) নির্বাহী পরিচালক হোসনে আরা শেলী প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় বন্যা, তীর ভাঙন এবং কৃষিতে বিপর্যয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২ দশমিক ৭ কোটিসহ বিশ্বের প্রায় ১৫ কোটি মানুষ পরিবেশ-শরণার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। আসন্ন ৭-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ সম্মেলনে চুক্তির পক্ষ রাষ্ট্রগুলোর প্রথম সভায় (সিএমএ-১) প্যারিস চুক্তি বাস্তবায়নের পথনকশা প্রণয়নে আলোচনা শুরু হবে।
সেখানে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, ক্ষতিপূরণের দাবি জোরালো করার আহ্বান জানান বক্তারা।