মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
পিরোজপুরে মাদক মামলায় এক যুবকের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম নেছার উদ্দিন শেখ (৩২)। তিনি পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৫ সালের ১৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নেছার উদ্দিন শেখকে ৫১০ পিস ইয়াবাসহ শহরের মাছিমপুর এলাকা আটক করে। পরে পিরোজপুর সদর থানায় র্যাবের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই বছর ৪ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামীপক্ষের আইনজীবী এম শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।