‘বেতন বৈষম্যের’ প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
সচিব কমিটির প্রস্তাবিত বেতন কাঠামোতে সর্বোচ্চ স্তরের কর্মকর্তা ও সর্বনিন্ম স্তরের কর্মচারীদের মধ্যে ‘বেতন বৈষম্য’ দূর করার দাবিতে ফেনীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন কর্মচারীরা। আজ রোববার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ফেনী জেলার নেতারা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে আগের ২০ শতাংশ মহার্ঘ্যভাতা অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে বিদ্যমান ২০ ধাপের কাঠামো ভেঙে দিয়ে ১৯৭৩ সালের নিয়মানুযায়ী ১০ ধাপের বিন্যাস কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ‘সচিবদের পর্যালোচনা কমিটিতে কর্মচারীদের কোনো মতামত না নেওয়ায় বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে। কর্মচারীদের মানসম্মত রেশন, চিকিৎসাভাতা, ঝুঁকিভাতাসহ অন্যান্য দাবি না মেনে উপরন্তু চলমান টাইমস্কেল ও সিলেকশন গ্রেডসহ বিভিন্ন অধিকার বিলুপ্তির সিদ্ধান্ত ১২ লাখ সরকারি কর্মচারীকে ব্যথিত ও মর্মাহত করেছে।’
এতে স্বাক্ষর করেন সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান ও সম্পাদক কামাল উদ্দিন।