দুই মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন
রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা দুই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন। এর আগে আজ তিন মামলায় ঢাকার সিএমএম আদালত আলতাফকে গ্রেপ্তার দেখান। এরপর তার আইনজীবী ঢাকা বারের সাবেক সেক্রেটারি মোসলে উদ্দিন জসিম তিন মামলায় জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।
এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের আইনজীবী মোসলে উদ্দিন জসিম এনটিভি অনলাইনকে জানিয়ে বলেন, আজ আদালত জামিন শুনানি শেষে দুই মামলায় জামিন মঞ্জুর করেন। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় জামিন নাকচ করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়। ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র্যাব। পরে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের মামলায় কারাগারে প্রেরণের আদেশ দেন সিএমএম আদালত।
গত ২৯ নভেম্বর এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করেন। বর্তমানে মামলাটিতে জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।
এদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ২১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।