শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সহাবস্থান চাই : আবুল খায়ের ভূঁইয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সহাবস্থান চাই। আমরা শান্তিপূর্ণ ভোটের জন্য রাজনীতি করেছি। ফ্যাসিস্ট হাসিনা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে বিনা কারাণে দীর্ঘদিন কারান্তরীণ করে রেখে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছিল। আমার নেতা তারেক রহমানের ওপর নির্যাতন করা হয়েছে। তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণসংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া এসব কথা বলেন। সদর (পশ্চিম) উপজেলা বিএনপি ব্যানারে দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
জামায়াতকে ইঙ্গিত করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ঢাকায় সংবাদ সম্মেলনে এক কথা বলে। এখন গ্রামেগঞ্জে দেখি হুন্ডাপুন্ডা দিয়ে নির্বাচনের জন্য নানারকম ভয়ভীতি সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। জনগণ আমাদের সাথে আছে। যত ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, এদেশের মা বোনেরাসহ সকল জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রত্যেক নাগরিক ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। যারা চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে ভন্ডুল করার জন্য চেষ্টা করছে, তাদের এই চেষ্টা কখনো সফল হবে না।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, একটি বিশেষ মহল নির্বাচন, আন্দোলন সংগ্রামের ফসল, জনগণের সঙ্গে ওয়াদা, শহীদের রক্তের সঙ্গে বিভিন্ন কৌশলে বেঈমানী করার চেষ্টা করছে। হাসিনার পতন এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক প্রতিনিধির হাতে উঠবে বলে মানুষ রক্ত দিয়েছে। কিন্তু আমরা দেখছি সঠিক জনপ্রতিনিধির হাতে ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বারবার বিঘœ ঘটানোর জন্য নানারকমের ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টোর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, রাজধানীর নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর