যা সংশোধন হয়েছে তা আইনি ভিত্তি না পেলে কিসের ভিত্তিতে নির্বাচন’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হয় কিভাবে? সংবিধানসহ যা যা সংশোধন হয়েছে, তা আইনের ভিত্তি না পেলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে?
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকারকে আমরা বলতে চাই, আগে জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোট আয়োজন করুন। নভেম্বরের মধ্যেই গণভোট করুন। তারপর ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
জামায়াত সেক্রেটারি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধীদের রায়কে ঘিরে স্বৈরাচার আওয়ামী লীগ নাশকতার চেষ্টা করছে। আট দল দেশের জনগণকে নিয়ে তো প্রতিহত করবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীরসাহেব চরমোনাই। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

নিজস্ব প্রতিবেদক