দেশে সোনার দাম কমল, বিশ্বে আরো কম

এবার দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) ১০৫০ টাকা কমানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৪২ হাজার ২২৪ টাকা। আজ মঙ্গলবার বিশ্ববাজার অনুযায়ী এক ভরি সোনার দাম পড়ার কথা ৩৬ হাজার ৬৮ টাকা। অর্থাৎ দেশের বাজারে এক ভরি সোনা কিনতে ৬ হাজার ১৫৬ টাকা বেশি লাগবে।
বিশ্ব বাজারে আজ এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম দাঁড়িয়েছে এক হাজার ১২০ মার্কিন ডলার বা ৮৭ হাজার ৬৬৩ টাকা। এর আগে গত ২২ আগস্ট বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ছিল এক হাজার ১৫৯ টাকা বা ৯০ হাজার ৮০২ টাকা। কিন্তু ওই দিন বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিন হাজার ৬২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তিন হাজার ৪৪০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম দুই হাজার ৮৭০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম এক হাজার ৯৩৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের এ ঘোষণা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে গত ৪ আগস্ট আরো এক হাজার ২২৫ টাকা ভরিতে কমানো হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪১ হাজার ৭৫৭ টাকা।
গত ২২ জুলাই দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ৫৪০ টাকা কমানো হয়। এতে তখন এক ভরি সোনার দাম দাঁড়ায় ৪২ হাজার ৯৮১ টাকা।