অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণের পর ডিএমডি গ্রেপ্তার
ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে রাষ্টীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণের পর উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। এর কয়েক ঘণ্টার মধ্যে ডিএমডি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানিয়েছে, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে একটি শিল্পপ্রতিষ্ঠানকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়া এবং পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলনের অভিযোগে করা মামলায় মিজানুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে মিজানুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ। ওই মামলার এজাহারভুক্ত আরো দুই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।