পরিবেশ সুন্দর, রংপুরে ভোট উৎসবমুখর হচ্ছে, দাবি সিইসির

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : ফোকাস বাংলা
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবেন।’
জাতীয় পার্টির মেয়র প্রার্থীর ভোট দিতে গিয়ে ইভিএমে ত্রুটির প্রসঙ্গে সিইসি বলেন, ‘প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন।’
ইভিএম জটিলতার কারণে অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কতজন ভোট না দিয়ে চলে গেছে তা পরে মূল্যায়ন করা যাবে।’