২ দিন কনসার্ট : ৩২ ব্যান্ড নিয়ে ঢাকা রক ফেস্ট ৩.০

সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : সংগৃহীত
ব্যান্ডপ্রেমীদের জন্য দারুণ খবর! এ বছরের আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলালিংক ঢাকা রক ফেস্ট ৩.০।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের রক ফেস্টের গেইট ওপেন হবে প্রতিদিন সকাল ১০ টায়। দুই দিনের এই ইভেন্টে সর্বোমোট পারফর্ম করবে ৩২টি ব্যান্ড।
দর্শকরা ঢাকা রক ফেস্ট ৩.০ এর টিকিট ক্রয় করতে পারবে অনুষ্ঠানটির টিকেটিং পার্টনার গেট সেট রক (https://getsetrock.com/) এর ওয়েবসাইট থেকে। প্রতিদিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, দুই দিনের এক সাথে কিনলে ৯০০টাকা।
আয়োজক স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মত এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তরুণদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।
সংশ্লিষ্ট সংবাদ: রক ফেস্ট
১১ জুন ২০২২