কুদ্দুস বয়াতি ও প্রীতমের ‘আসো মামা হে’
কুদ্দুস বয়াতি ও প্রীতম হাসানের মিউজিক ভিডিও ‘আসো মামা হে’ এরই মধ্যে বেশ সাড়া জাগাচ্ছে। মিউজিক ভিডিওটি গতকাল শনিবার ইউটিউবে ছাড়া হয়। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন প্রীতম হাসান।
গানচিলের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন কুদ্দুস বয়াতি ও প্রীতম হাসান। এরই মধ্যে ২০ হাজারের বেশি দর্শক মিউজিক ভিডিওটি দেখেছেন।
এবারই প্রথম দর্শক-শ্রোতা হিপহপ গানে কুদ্দুস বয়াতির কণ্ঠ ও মিউজিক ভিডিও দেখতে পাচ্ছেন। তাই বেশ উচ্ছ্বসিত কুদ্দুস বয়াতি।
এনটিভি অনলাইনকে কুদ্দুস বয়াতি বলেন, ‘আমি বুঝতে পারিনি, এতটা সাড়া পাবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও এ ধরনের গানের ওপর মিউজিক ভিডিও করার ইচ্ছা আমার রয়েছে।’
প্রীতম হাসান বলেন, “পয়লা বৈশাখ উপলক্ষে দর্শক-শ্রোতার নতুন একটি গান উপহার দেওয়ার ইচ্ছা ছিল। ‘আসো মামা হে’ গানটি এ জন্য আমরা করেছি। মিউজিক ভিডিও প্রকাশের পর থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের অনেক প্রশংসা পাচ্ছি। বেশ ভালো লাগছে। ”

নাইস নূর