কলকাতায় পূজা দেখতে চাই : নুসরাত ফারিয়া
ছোটবেলায় পূজামণ্ডপে কখনো যাওয়া হয়নি জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। তারকা হওয়ার পর বছর দুয়েক আগে পুরান ঢাকার একটি পূজামণ্ডপে গিয়েছিলেন তিনি। তবে একা নয়, পরিবারের সঙ্গেই গিয়েছিলেন ফারিয়া। তখন চলচ্চিত্রে অভিনয় না করলেও উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। রাতের বেলা প্রথম পূজামণ্ডপ দেখার স্মৃতি এখনো মনে আছে বলে জানান ফারিয়া।
ঘটনার কথা পুরো স্মরণ করে এনটিভি অনলাইনকে ফারিয়া বলেন, ‘প্রথম পূজামণ্ডপ দেখব, তাই মনের মধ্যে ভীষণ উচ্ছ্বাস ছিল। কিন্তু পূজামণ্ডপে ঢোকার পর উচ্ছ্বাসে একটু ভাটা পড়ে গিয়েছিল। আমি খুব মজা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। কারণ, পূজামণ্ডপে ঢোকার সঙ্গে সঙ্গে অনেকেই আমার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। পরে বাসার সবাই বলেছিল, ফারিয়া, তুমি গাড়িতে গিয়ে বসো। বাধ্য হয়ে কিছুক্ষণ ঘুরে গাড়িতে গিয়ে চুপচাপ বসেছিলাম। রাতের বেলায় এত মানুষের ভিড়ে মানুষ আমাকে চিনবে, এটা আমি আশা করিনি। আমার প্রতি সবার আগ্রহও কিন্তু ভালো লেগেছিল। আর পূজামণ্ডপে নাচের অনুষ্ঠান অনেক উপভোগ করেছি।’
এদিকে, এবার সুযোগ হলে কলকাতার পূজামণ্ডপে ঘুরতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘কলকাতায় পূজা দেখতে চাই। ওখানে তো অনেক বড় পূজা হয়। তাই এবার যদি কলকাতায় নাও যেতে পারি, তবে আগামী বছর দুর্গাপূজায় কলকাতায় যাওয়ার পরিকল্পনা করব।’
গত বছর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। চলতি বছর ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ ছবিতে অভিনয় করে আলোচিত হন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্র।