ডায়ালাইসিস আসলে কী?
কিডনি অকার্যকর হয়ে গেলে ডায়ালাইসিস করা হয়। মূলত ডায়ালাইসিস এক ধরনের চিকিৎসা পদ্ধতি।
ডায়ালাইসিস আসলে কী, কীভাবে করা হয়—এ বিষয়ে আলোচনা করেছেন ডা. এম এ সামাদ। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৩৯তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : ডায়ালাইসিস কী, কোন ক্ষেত্রে এটি করতে হয়?
উত্তর : ডায়ালাইসিস হলো একটি পদ্ধতি। কিডনি যখন বিকল হয়ে যায়, তখন কী হয়? কিডনি রক্ত থেকে বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। আর এই বিষাক্ত পদার্থের জন্য ধীরে ধীরে মৃত্যু হয়। তো, ডায়ালাইসিস হলো একটি কৃত্রিম পদ্ধতি। এ পদ্ধতি কিডনির বিকল্প হিসেবে কাজ করে। রক্ত ছেঁকে, রক্তের যে বিষাক্ত বা দূষিত পদার্থ রয়েছে, এগুলো ছেঁকে বের করে দেয়। ডায়ালাইসিসের যে তরলগুলো রয়েছে, সেগুলো আবার রক্তের মধ্যে ফিরে আসে। এই পদ্ধতিতে কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধন করা হয়। এটিই ডায়ালাইসিস।