কানের সমস্যায় দ্রুত চিকিৎসকের কাছে যান
কানের সমস্যা থেকে অনেক সময় বধিরতা পর্যন্ত হতে পারে। যাতের কানের পর্দায় সমস্যা বা কানে পুঁজ পড়ছে, তাদের দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এম এন ফারুক। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ইএনটি সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : এ ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী?
উত্তর : আমি তাদের বলব, আপনার ধারের কাছে যে স্বাস্থ্য সেন্টার থাকে, বেশির ভাগ মেডিকেল কলেজে এর ফ্রি চিকিৎসা করা হয়। এ জন্য কোনো পয়সা আপনাকে দিতে হবে না, যদিও দু-তিন ঘণ্টার অস্ত্রোপচার এটা। কোনো টাকা-পয়সা এর জন্য লাগবে না। বিনা পয়সায় অধিকাংশ জায়গায় এই চিকিৎসা হয়। আর হেয়ার রিং এখন সব জায়গায় পাওয়া যায়। এমনকি গ্রামে, উপজেলা শহরে সব জায়গায় এটি পাওয়া যায় এবং অত্যন্ত ভালো মানের পাওয়া যায়। এটা আপনার ভেতরের কানকে ক্ষতিগ্রস্ত করবে না।

ফিচার ডেস্ক