কখন স্টেম সেল দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়?
স্টেম সেল দিয়ে হাঁটুর বিভিন্ন সমস্যার চিকিৎসা করা হয়। বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি বেশ ভালো চিকিৎসা। তবে কিছু কিছু অবস্থায় এ চিকিৎসা নেওয়া যায় না।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের অর্থোপেডিক্স বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কখন স্টেম সেল দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়?
উত্তর : আসলে যদি অ্যাকটিভ ম্যালিগনেন্সি থাকে। কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের একটি অংশ হলো বোন ম্যারু ট্রান্সপ্ল্যান্ট। এ ক্ষেত্রে ক্যানসারের রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। আর যদি ক্যানসারের চিকিৎসা তার শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে ব্যবহার করি।
প্রশ্ন : সব ধরনের ক্যানসারের রোগীর ক্ষেত্রেই কি বিষয়টি সঠিক?
উত্তর : যেকোনো ধরনের ক্যানসারের ক্ষেত্রে।
প্রশ্ন : কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসার পর যদি কেউ আসে তাদের ক্ষেত্রে বিষয়টি কী?
উত্তর : হ্যাঁ, তাদের ক্ষেত্রে করা যাবে। ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর আমরা পিআরপি ব্যবহার করতে পারব।
প্রশ্ন : সাধারণ রোগীদের ক্ষেত্রে যে ফল আসে, এদের ক্ষেত্রেও কি একই ফল আসে?
উত্তর : কেমোথেরাপি বা রেডিওথেরাপির পর এই চিকিৎসার ফলাফলে কোনো সমস্যা হয় না।
প্রশ্ন : কখন স্টেম সেলের জন্য রোগীরা আসবেন?
উত্তর : আমরা মূলত বলি রোগটা যদি অগ্রবর্তী পর্যায়ে চলে যায়, হাঁটুব্যথা বা এবিএন কিংবা কোনো মিনিস্কাস ইনজুরি হয়েছে—সে ক্ষেত্রে অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি নিয়েছেন, তিন সপ্তাহ পার হয়ে গেলে আমরা বলি ক্রনিক (দীর্ঘমেয়াদি)। ভালো হচ্ছে না। কোনো একটি ওষুধের প্রতি নির্ভরশীল থাকতে হচ্ছে বা ফিজিওথেরাপি করেও আপনার উন্নতি হচ্ছে না, তখনই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
প্রশ্ন : মধ্যবয়স্ক রোগীর ক্ষেত্রেও কি এই চিকিৎসা করা যেতে পারে?
উত্তর : মধ্যবয়স্ক যারা, তাদের অনেক সময় হাঁটুব্যথা হয়। খেলাধুলার সময় আঘাত লাগে বা টেনডনে প্রদাহ হয়। নারীদের ক্ষেত্রে একটি অসুখ আছে কার্টিলেজের নিচে প্যাটেলা নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে পিআরপি খুব ভালো কাজ করে।

ফিচার ডেস্ক